কুবিতে অনুস্বারের গল্প-ছবির আয়োজন

কুবি প্রতিনিধি:

”তবুও স্মৃতিরা পিছু ছাড়ে নি”, ”বাবা-মাকে তাড়িয়ে দিয়েছিলাম, আজ আমার কোন সন্তান নেই” ” এলাকার কুখ্যাত ধর্ষকের ঘরে সেদিন কন্যা সন্তান নিলো”- এমন ছোট ছোট গল্পগুলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংগঠন অনুস্বার কর্তৃক আয়োজিত গল্প ছবির আয়োজনের।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংগঠনটি আয়োজন করেছে এ ব্যতিক্রমী উদ্যোগের। নয়/ছয় শব্দের গল্প ছাড়াও এই আয়োজনে আছে বইয়ের প্রচ্ছদের তোলা ছবি।

Post MIddle

গল্প ছবির আয়োজকরা এ আয়োজন সম্পর্কে বলেন, যুগ পাল্টেছে, পাল্টেছে গল্প লেখার ধরণও। সময়ের প্রয়োজনেই অল্প কিছু শব্দে, অল্প কথায় আজকাল দারুণ সব গল্প আমাদের পত্র পত্রিকা ম্যাগাজিন আর সামাজিক মাধ্যমে জনপ্রিয়তার চূড়ায় উঠে আসছে। এ ধারাকে আমাদের বিশ্ববিদ্যালয়ে জনপ্রিয় করতে আমাদের এ ছয়/ নয় শব্দের আয়োজন।

আয়োজকরা বইয়ের প্রচ্ছদের ছবির আয়োজন নিয়েও কথা বলেন এ প্রতিবেদকের সাথে। তারা জানান, প্রিয় বইটার সুন্দর যেকোনো ছবির সবার কাছে আলাদা আবেদন থাকে। ডিজিটাল যুগে প্রিয় বইয়ের ছবি সামাজিক মাধ্যমে সবাই উপস্থাপন করছি নিজের সেলফোনের ক্যামেরা নিয়ে। বর্তমানে “বুক ফটোগ্রাফি” নামে যার রয়েছে আলাদা কদর। তাই আমরা অনুস্বার আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে আহবান করি তাদের সেলফোনে তোলা বইয়ের প্রচ্ছদের ছবি।

অনুস্বারের এ আয়োজনে অংশগ্রহণকারীদের মধ্য থেকে ছয়জনকে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সহযোগিতায় পুরষ্কার তুলে দেওয়া হবে।

পছন্দের আরো পোস্ট