ইবির নতুন আইন প্রশাসক ড. জহুরুল ইসলাম

|| ইবি প্রতিনিধি ||

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন আইন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন বিভাগের অধ্যাপক ড. জহুরুল ইসলাম। সোমবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেন।

সূত্র মতে, বিশ্ববিদ্যালয়ের আইন প্রশাসক আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডলের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় তিনি এ দায়িত্ব পান। আগামী এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে এ দায়িত্ব দেয়।

Post MIddle

দায়িত্ব পাওয়ার পর অধ্যাপক ড. জহুরুল ইসলাম লেখাপড়া ২৪কে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আইন প্রশাসক হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আইনগত সার্বিক পরামর্শ ও সহযোগিতা দিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে চাই। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।’

এর আগে ড. জহুরুল আইন প্রশাসক, আইন ও শরীয়াহ অনুষদের ডিন এবং আইন বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্বরত আছেন।

 

ইবি/টিএইচ/এমকে

পছন্দের আরো পোস্ট