বাংলাদেশ ইউনিভার্সিটি ও সেগী ইউনিভার্সিটি শিক্ষা সমঝোতা চুক্তি
নিজস্ব প্রতিনিধিঃ
বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিকীকরণ প্রক্রিয়ার ধারাবাহিকতায় বাংলাদেশ ইউনিভার্সিটি মালয়েশিয়ার সেগী ইউনিভার্সিটির সঙ্গে একটি সমঝোতা স্বারক স্বাক্ষর করেছে।
গত (২২ আগষ্ট ২০১৯) মালয়েশিয়ার সেগী ইউনিভার্সিটি ক্যাম্পাসে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশ ইউনিভার্সিটির পরিচালক ইঞ্জিনিয়ার কাজী তাইফ সাদাত এবং সেগী ইউনিভার্সিটির পক্ষে উপাচার্য, প্রফেসর ড. প্যাট্রিক।
সমঝোতা অনুযায়ী বিশ্ববিদ্যালয় দুটি পরস্পরের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়সহ যৌথ গবেষণা, শিক্ষক প্রশিক্ষন, উদ্যোক্তা উন্নয়ন কর্মকান্ড, যৌথ সম্মেলন ও শিক্ষাবৃত্তি ইত্যাদি নিয়ে কাজ করবে।