কুবিতে ‘লিডার্স সামিট’ অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের অঙ্গসংগঠন ক্যাফে মার্কেটিং এর পৃষ্ঠপোষকতায় এবং ক্লাব ডিফেন্ডার্সের আয়োজনে ‘লিডার্স সামিট’ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের হলরুমে এ সামিট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনা করেন মার্কেটিং বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী ইসরাত জাহান ইমা ও তামিম রুহুল।


মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় অনুষদের ডিন এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার।

Post MIddle

এছাড়াও উপস্থিত ছিলেন একাউন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোঃ তোফায়েল হোসেন মজুমদার; মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোঃ আব্দুল্লাহ; বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান।

অনুষ্ঠানের আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার খোরশেদ আলম; হেড অফ সাপ্লাই সার্ভিস ফর বাংলাদেশ এন্ড শ্রীলঙ্কা র্যাকিড ব্যাংকিজার বাংলাদেশ লিমিটেড এর মোঃ জিয়া উদ্দীন; আব্দুল মোনেম লিমিটেড কোকা কোলা ভ্যাবারেজ ইউনিট এর ট্রেইড মার্কেটিং ম্যানেজার মঈনুল আহসান; আরং ডেইরির রিজিওনাল সেল্স ম্যানেজার খলিলুর রহমান।

সামিটে আমন্ত্রিত অতিথিদের ফুল, ক্রেস্ট এবং উত্তরীয় পড়িয়ে বরণ করে নেয়া হয়।

অনুষ্ঠানের আলোচকরা লিডারশীপের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। শিক্ষার্থীরা কিভাবে অদূর ভবিষ্যৎ এ একজন ভাল লিডার হয়ে উঠতে পারেন সে বিষয়ে আলোকপাত করা হয়।

উল্লেখ্য, লিডার্স সামিটের সহযোগীতায় আছে আব্দুল মোনেম লিমিটেড কোকা কোলা ভ্যাবারেজ ইউনিট এবং অলেম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

প্রতিনিধি/এমকে

পছন্দের আরো পোস্ট