‘নববাক’এর ৩ যুগ পূর্তি উৎসব

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হাটহাজারী-নাজিরহাট রুটে যাতায়াতকারী শিক্ষার্থীদের সংগঠন ‘নববাক’ এর ৩ যুগ পূর্তি অনুষ্ঠান ২১ জুলাই ২০১৮ তারিখ বেলা ১১ টায় চ.বি. সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠান উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন চ.বি. উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সফিউল আলম।

Post MIddle

উপাচার্য তাঁর ভাষণে নববাক-এর নেতৃবৃন্দ, সদস্য ও উপস্থিত সকলকে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে অধ্যয়নরত এতদাঞ্চলের শিক্ষার্থীদের প্রাণপ্রিয় সংগঠন ‘নববাক’ তার নিজস্ব আলোয় স্বমহিমায় মহিমান্বিত একটি ঐতিহ্যবাহী সংগঠন। এ সংগঠনের কর্মকান্ড অত্যন্ত প্রশংসনীয়। বিশেষকরে শিক্ষার্থীদের বিভিন্ন সুবিধা-অসুবিধায় এ সংগঠনের নেতৃবৃন্দের উদার মানসিকতা অত্যন্ত প্রশংসার দাবীদার।

‘নববাক’ এর সভাপতি জনাব নূরে তামজীদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট নুরুল আলম, এডভোকেট আবুল হাসান, অধ্যক্ষ মো. জাকির হোসেন, মো. আলমগীর হোসেন, এম হাসানুল করিম পীরজাদা, মো. জহির উদ্দিন শাহীন, মো. আবদুল ওয়ারেছ নূরি, আরিফুল হাসান চৌধুরী সোহেল, নাজমুল হুদা মনি, অলী আহাদ চৌধুরী, অধ্যাপক মঞ্জুরুল করিম, অধ্যাপক বাসু দেব খাস্তগীর, অধ্যাপক ইদ্রিছ, মো. শহীদুল ইসলাম, এনামুল হক, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ শোয়েব চৌধুরী, কতুবউদ্দিন চৌধুরী, ওয়াহিদুল আলম চৌধুরী, নাজমুল আলম টুটু, আবদুল হালিম, হামিদ হাসান নোমানী, শাহীন আক্তার, মো. নাজিম উদ্দিন, শিরীণ আখতার ডলি, জাহেদুল আলম বাবলু, নুরুল আবছার প্রমুখ।

অনুষ্ঠান উপস্থাপনা করেন নববাক-এর সাধারণ সম্পাদক সৈয়দ ফরহাদুল হক এবং সহ-সভাপতি তামান্না তাসনীম মাসুদ। সবশেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

পছন্দের আরো পোস্ট