আসছে গুগলের থ্রিডি ট্যাব

থ্রিডি ছবি তোলার সুবিধাযুক্ত সাত ইঞ্চি মাপের ট্যাবলেট তৈরি করছে গুগল। পরীক্ষামূলকভাবে আগামী মাসেই চার হাজার পরীক্ষামূলক ট্যাব বাজারে ছাড়তে পারে প্রতিষ্ঠানটি। এ তথ্য প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিষ্ঠানটির ‘প্রজেক্ট ট্যাঙ্গো‘ থেকে থ্রিডি ছবি তোলার এই ট্যাব আসবে। গুগলের অ্যাডভান্সড টেকনোলজি অ্যান্ড প্রজেক্ট গ্রুপ এই ট্যাঙ্গো প্রকল্পে কাজ করছে।

Post MIddle

ট্যাঙ্গো প্রকল্প হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবের একটি প্রকল্প। অ্যান্ড্রয়েড ফোন এবং ট্যাবলেটের ডিজাইনসমূহকে ঢেলে সাজানো, ত্রিমাত্রিক ছবি তুলতে সক্ষম ক্যামেরা সংযুক্ত করা এবং তাত্ক্ষণিকভাবে যে কোনও স্থানের ম্যাপ তৈরি করতে পারে এমন সফটওয়্যার তৈরি করাই এ প্রকল্পের উদ্দেশ্য।
এ প্রসঙ্গে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গুগলের ট্যাবের পেছনে থাকবে দুটি ক্যামেরা, ইনফ্রারেড ডেপথ সেন্সর ও থ্রিডি ছবি তোলার উন্নত সফটওয়্যার

 

EH

পছন্দের আরো পোস্ট