ফুটবলে মাতলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষক-কর্মকর্তারা

মহান বিজয় দিবসে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচে মেতে ওঠেছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষক ও কর্মকর্তারা। সিলেট শহরতলির বটেশ্বরস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মাঠে বিজয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে এ ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। শনিবার বিকাল ৪টায় ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান সহকারি অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিনের নেতৃত্বে শিক্ষক দল এবং সহকারি রেজিস্ট্রার ও জনসংযোগ কর্মকর্তা লোকমান আহমদ চৌধুরীর নেতৃত্বে কর্মকর্তা দল অংশগ্রহণ করে।

Post MIddle

শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে প্রীতি ফুটবল ম্যাচটি। নির্ধারিত সময়ে উভয় দল সমান তালে লড়ে যায়। একপর্যায়ে ৪-৪ গোলে শেষ হয় ম্যাচের নির্ধারিত সময়। এরপর ফলাফলের জন্য টাইব্রেকারে গড়ায় ম্যাচটি। তাতে ৩-২ গোলে শিক্ষক দলকে হারায় কর্মকর্তা দল। ম্যাচটিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ফজলুর রব তানভীর, ট্রাস্টি বোর্ডের সদস্য মুহিতুল বারী চৌধুরীও অংশগ্রহণ করেন।

মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিজয় দিবস উদযাপন কর্মসূচির মধ্যে আরো ছিল বর্ণিল শোভাযাত্রা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

//স

পছন্দের আরো পোস্ট