ইবি ভর্তিযুদ্ধঃ ‘এইচ’ ইউনিটের ফল প্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ সন্ধ্যা ৭টায় ‘এইচ’ ইউনিটের পরীক্ষার ফল উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী-এর নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

Post MIddle

‘এইচ’ ইউনিটের ফলাফল হস্তান্তরের সময় উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, ‘এইচ’ ইউনিটের সমন্বয়কারী আইন ও শরীয়াহ অনুষদের ডিন প্রফেসর ড. নূরুন নাহার, প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ জহুরুল ইসলাম, আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. এ. কে. মুহাঃ নুরুল ইসলাম, আইন বিভাগের সহকারী অধ্যাপক আরমিন খাতুন উপস্থিত ছিলেন। ‘এইচ’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে ১০হাজার ৭শত ৫১ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ৯ হাজার ২শত ৫২ জন। এদের মধ্যে ৩৮৯৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্য হতে ১ম শিফটের মেধাক্রম ১ থেকে ১৪৭ পর্যন্ত ভর্তিচ্ছুদের আগামী ১২ ডিসেম্বর এবং ২য় শিফটের মেধাক্রম ১ থেকে ৯৩ পর্যন্ত ভর্তিচ্ছুদের আগামী ১৩ ডিসেম্বর সকাল ১০টা হতে বেলা ১টা পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মেধা ও অপেক্ষমান তালিকায় অবস্থান, বিষয়ভিত্তিক ও মোট প্রাপ্ত নম্বর ইত্যাদি ফলাফল সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd)-এ পাওয়া যাবে।

পছন্দের আরো পোস্ট