মোরেলগঞ্জে ঈদ-এ- মিলাদুন্নবী উপলক্ষ্যে দাখিল মাদ্রাসায় আলোচনা
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বিএসএস দাখিল মাদ্রাসায় ঈদ-ই-মিলদানুন্নবী(স.) উপলক্ষ্যে বৃহস্পতিবার আলোচনা সভা , মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসা মিলনায়তনে তত্ত্বাবধায়ক মো.অহিদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হযরত মুহম্মদ (স.) এর জীবনী নিয়ে আলোচনা করেন সহ-সুপার হাফেজ মুহম্মদ মঈনুদ্দিন হিরু, সহকারি শিক্ষক আব্দুল জলিল, মো. মহিউদ্দিন, ইবতেদায়ী প্রধান তাফাজ্জুল হোসাইন, আতিকুর রহমান, আব্দুর রহিম প্রমুখ।
শিক্ষার্থীদের মধ্যে আলোচনা রাখেন দাখিল পরীক্ষার্থী মো. আব্দুল্লাহ, ৯ম শ্রেণীর ছাত্রী মোসা. সালমা, মোসা. লাবনী। অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারি মৌলভী মো. মিজানুর রহমান।
আলোচনা শেষে মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়।