মেয়র এর সাথে এনইউবিটির শব্দ দূষন ও প্রতিকার বিষয় সেমিনার

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনাতে অবস্থিত আমেরিকান কর্ণার খুলনার এনভায়রনমেন্ট ক্লাব এর উদ্যোগে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও সকল কাউন্সিলরদের নিয়ে শব্দ দূষণ ও তার প্রতিকার বিষয়ক এক সেমিনারের আয়োজন করা হয় নগর ভবনের সম্মেলন কক্ষে।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র জনাব মো:মনিরুজ্জামান মনি সে সময় তিনি বলেন, পরিবেশ ও শব্দ দূষণ প্রতিরোধে প্রয়োজনীয় সকল ব্যবস্থাই গ্রহন করা হবে। এ ধরনের একটি সচেতনা মূলক অনুষ্ঠান আয়োজন করার জন্য তিনি আমেরিকান কর্ণার খুলনা ও এনইউবিটি খুলনাকে ধন্যবাদ জানান।

Post MIddle

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনাব তোহিদুর রহমান, এলামনাই সদস্য আমেরিকান কর্ণার খুলনা, জনাব রাজীব হাসনাত শাকিল, সহকারী অধ্যাপক আইন বিভাগ, জনাব মাসুম মুরতাজা, সহকারী অধ্যাপক ব্যবসায় প্রশাসন বিভাগ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রধান করেন আমেরিকান কর্নার খুলনার কো-অডিনেটর ফারজানা রহমান।

এ ছাড়া আমেরিকান কর্ণার এর এনভায়রনমেন্ট ক্লাব এর স্বেচ্ছা সেবকরা উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট