ইবির ৩৯তম বিশ্ববিদ্যালয় দিবস পালিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৩৯তম বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে। বুধবার সকাল পৌনে ১০টা থেকে নানা কর্মসূচি আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে প্রশাসন ভবনের সামনে ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী জাতীয় পতাকা এবং প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন।

বুধবার সকাল ১০টার দিকে কর্মসূচির অংশ হিসেবে প্রশাসন ভবনের সামনে শান্তি ও আনন্দের প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভায় সমবেত হয়। এসময় ৩৯তম বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর ড. রুহুল কে এম সালেহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস.এম আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শেষে বিশ্ববিদ্যালয়ের উন্নতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম ড. আ.স.ম শোয়ায়েব আহমেদ।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. শাহিনুর রহমান বলেন,‘শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রাণ। বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম পরিচালিত হয় শিক্ষার্থীদের জন্য। বর্তমান প্রশাসন শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের সাথে সমন্বয় করে শিক্ষার মান উন্নয়নের কাজ শুরু করে দিয়েছে।

Post MIddle

তিনি আরো বলেন, সকল শিক্ষার্থীর আবাসন সংকট নিরসনের জন্য বদ্ধ পরিকর বর্তমান প্রশাসন। সকলে মিলে কাধে কাধ মিলিয়ে কাজ করলে বিশ্ববিদ্যালয় একদিন শিক্ষা দিক্ষায় উন্নত হবে।’

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন,‘আত্মা এবং শরীরের সুসমন্বিত বিকাশই হচ্ছে উচ্চ শিক্ষার মূল লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আত্মিক ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটবে। গুহাবাসি মানুষের ইতিহাস থেকে চন্দ্রগামী মানুষের দীর্ঘ অভিযাত্রায় সবচাইতে বেশী অবদান রাখেছে বিশ্ববিদ্যালয়গুলো।’

তিনি আরো বলেন,‘বঙ্গোবসাগরে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। গবেষণার মধ্যে দিয়ে আমরা সম্পদ গুলো পেতে পারি। গবেষণা নির্ভর ওর্য়াল্ড ক্লাস বিভিন্ন বিভাগ চালু করা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে। এ বিভাগ গুলোর মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয়ে গবেষণার ক্ষেত্র বিস্তার হবে।’

বিশ্ববিদ্যালয় দিবস

পছন্দের আরো পোস্ট