টিএসসি’র সাংস্কৃতিক কর্মকান্ড গতিশীল করার আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ছাত্র-শিক্ষক কেন্দ্রে চলমান নানান সাংস্কৃতিক কর্মকা- আরও গতিশীল করার জন্য টিএসসি কেন্দ্রীক বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ ৮ নভেম্বর ২০১৭ বুধবার অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।

Post MIddle

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান এবং টিএসসি কেন্দ্রীক বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিস্কার-পরিচ্ছন্নতার মডেল হিসাবে গড়ে তুলতে চাই। এ কাজে সহযোগিতার জন্য তিনি ক্যাম্পাসে ক্রিয়াশীল সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন প্রবেশ পথে নিরাপত্তা চৌকি বসানোর বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলেও তিনি জানান।

পছন্দের আরো পোস্ট