আইইউবিতে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা

পছন্দের পেশা নির্বাচন ও চাকুরীর সাক্ষাৎকারে নিজেকে উপস্থাপনের কৌশলগুলো সম্পর্কে শিক্ষার্থীদের পরিচিত করে তুলতে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-র ক্যারিয়ার গাইডেন্স এ্যান্ড প্লেসমেন্ট ডিপার্টমেন্ট ও আইপিডিসি-র যৌথ উদ্যোগে ক্যারিয়ার বিষয়ক এক কর্মশালা আজ ৮ নভেম্বর, ২০১৭ আইইউবি ক্যাম্পাস বসুন্ধরা, ঢাকায় অনুষ্ঠিত হয়।

Post MIddle

কর্মশালায় ইন্ড্রাস্টিয়াল প্রোমোশন এ্যান্ড ডেভলপমেন্ট (আইপিডিসি)-র ইতিহাস, মানবসম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা ও প্রতিষ্ঠানটিতে ম্যানেজমেন্ট ট্রেইনী হিসেবে যোগদানের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন আইপিডিসি-র হেড অফ ট্রেজারী জনাব নাভেদ আসিফ, মানব সম্পদ বিভাগের সিনিয়র ম্যানেজার জনাব সাঈদ ইকবাল এবং মানব সম্পদ বিভাগের ম্যানেজার জনাব এ এইচ এ সুজন।

কর্মশালা শেষে আইপিডিসি-তে নিয়োগের জন্য আইইউবি-র সদ্য স্নাতক ও চুড়ান্ত বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হয় এবং একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কর্মশালায় আইইউবি-র বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী অংশগ্রহন করেন।

পছন্দের আরো পোস্ট