বেরোবির পরিবহন পুলে যুক্ত হচ্ছে নতুন দু’টি বাস
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহন সুবিধার্থে ৭৬ লক্ষ ১২ হাজার ৪৫০ টাকা ব্যয়ে যুক্ত করা হচ্ছে আরো নতুন দু’টি বাস । বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো: জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, বাস দুটি ক্রয় করতে আমরা কয়েকদিন হতে ঢাকায় অবস্থান করছি। আগামী রবিবার উপাচার্য মহাদয় এর কাছে বাস দুুটি হস্তান্তর করার কথা রয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই বাস দুটি উদ্বোধন করা হবে বলেও জানান তিনি।
এ ব্যাপারে উপচার্যের পিএস ও পরিবহন পুলে দায়িত্বে থাকা কর্মকর্তা আমিনুর রহমান জানান, ‘শিক্ষার্থীদের পরিবহন সুবিধার্থে নতুন দুটি বাস যুক্ত করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ অর্থ বছরের টাকায় বাস দুটি ক্রয় করা হচ্ছে বলেও জানান তিনি’।
বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের সহকারী পরিচালক হারুন তাজিফ (জয়) বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৫২ আসনের নতুন বাস দুটি ক্রয় করতে ৭৬ লক্ষ ১২ হাজার ৪৫০ টাকা লেগেছে’।
এদিকে ৫২ আসনের নতুন দুইটি বাস যুক্ত হওয়ায় শিক্ষার্ক্ষীদের পবিবহন সুবিধা অনেকগুণ বেড়ে যাবে বলে ধারনা করছে শিক্ষার্থীরা।