
চুয়েটে ইইই ডে উদযাপন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে ‘ইইই ডে-২০১৭’ উদযাপন করা হয়েছে। আজ (১৬ অক্টোবর) সোমবার ইইই বিভাগের সামনে থেকে সকাল সাড়ে ১০টায় আনন্দ র্যালীর মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় রঙ-বেরঙের ফেস্টুন-ব্যানার হাতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।
এ উপলক্ষে চুয়েট কেন্দ্রীয় অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণার মাধ্যমে শিক্ষার্থীদের সব বিষয়ে প্রাথমিক ধারণা দেয়া হয়ে থাকে। বাকিটা নিজেদেরকেই অর্জন করে নিতে হয়। পরবর্তীতে কর্মজীবনে গিয়ে নিজেদের পারফরমেন্স দেখাতে হয়। এজন্য সকলকে প্রস্তুত থাকতে হবে।
ইইই বিভাগের প্রধান অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কৌশিক দেব।
এদিকে ‘ইলেক্ট্রিক্যাল ডে-২০১৭’ উপলক্ষ্যে ইইই বিভাগের সেমিনার কক্ষে ‘রিসার্চ মেথডলজি ফর ইয়াং রিসার্চারস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। যেখানে মূখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আতিকুর রহমান আহাদ।
দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল- ‘সার্কিট অলিম্পিয়াড’, শিক্ষক-শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি।