এইউবি’র ফল সেমিস্টারের ভর্তি মেলা
আজ (১৬অক্টোবর) সোমবার সকাল ১০টায় শুরু হয়েছে এইউবি”র ফল সেমিস্টার-২০১৭ এর ভর্তি মেলা।এইউবি’র প্রতিষ্ঠাতা ও উপাচার্য প্রফেসর ড.আবুল হাসান মুহাম্মদ সাদেক উক্ত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এতে এইউবি’র বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যাৃন ড. মুহাম্মদ জাফার সাদেক ,উপ-উপাচার্য প্রফেসর ড. এনামুল হক খান,ট্রেজারার এডভোকেট আবুল কালাম আজাদ,রেজিস্ট্রার ড.মোঃ শাহ আলম, বিভিন্ন অনুষদের ডিন,বিভাগীয় প্রধান, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও নবাগত শিক্ষার্থীবৃন্দ এ অনুষ্ঠানে যোগদান করেন।
আগামী ২০ অক্টোবর পর্যন্ত বাড়ী-৩,রোড-৭, সেক্টর-৭, ঊত্তরা,ঢাকায় উক্ত মেলা চলবে।