হাবিপ্রবিতে প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী ৫১ জন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(হাবিপ্রবি) ২০১৭-২০১৮ স্নাতক ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ৫১ জন শিক্ষার্থী আবেদন করেছেন। আজ সোমবার বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে ।

এতে আরো  জানানো হয়, বিশ্ববিদ্যালয়ে মোট আবেদন জমা পড়েছে ১ লাখ ১  হাজার ৬২৫টি। আর মোট আসন সংখ্যা  ১ হাজার ৯৯৫টি।এ হিসাবে একটি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করবে প্রায় ৫১  জন শিক্ষার্থী।

Post MIddle

সূত্র জানায়, অনলাইনে গত ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয় ১৫ অক্টোবর পর্যন্ত আবেদনের সময়সীমা ছিল। গতকাল রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করেন তার ইউনিট ভিত্তিক তথ্য নিচে দেওয়া হলো।( এ ইউনিট ৬১০ ) আসনের বিপরীতে প্রায় ২১০০০ হাজার  জন।( বি ইউনিট ২১০) আসনের বিপরীতে প্রায় ১৯০০০ হাজার  জন,  বিজনেস স্টাডিস অনুষদের (সি ইউনিট) ২৮০ আসনের বিপরীতে প্রায় ১৪ হাজার ৫০০ জন,(ডি ইউনিট) ২২০ আসনের বিপরীতে ১৫৫০০ হাজার জন,
(ই ইউনিট) ৩৫ আসনের বিপরীতে ১৫০০  জন শিক্ষার্থী।(এফ ইউনিট) ৩১০ আসনের বিপরীতে১০,০০০ হাজার জন (জি ইউনিট) ২১০ আসনের বিপরীতে ১৮,০০০  হাজার  জন,

ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ৫-৮ নভেম্বর।

পছন্দের আরো পোস্ট