ইউল্যাবে শিক্ষক প্রশিক্ষণ কোর্সের পুরস্কার বিতরণ
দেশের পাবলিক ও প্রাইভেট পর্যায়ের ১৪বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে আয়োজিত ‘টিচিং ফর অ্যাক্টিভ লার্নিং (৩য় ব্যাচ)’ শীর্ষক সার্টিফিকেট কোর্সের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ইউল্যাব ক্যাম্পাসে সম্পন্ন হয়েছে। ফাউন্ডেশন ফর লার্নিং, টিচিং অ্যান্ড রিসার্চ (এফএলটিআর) আয়োজিত তিন দিনব্যপী এই কোর্সে মোট ২৬জন শিক্ষক অংশ নেন।
শনিবার (২৩ সেপ্টেম্বর) কোর্সের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন।
এ সময় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী, মুখ্য ফ্যাসিলেটর ও গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির, ইউল্যাব উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক, ব্রাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক সৈয়দ সাদ আনদালিব, ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুর রব, আইইউবি উপাচার্য ওমর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে গত ২১ সেপ্টেম্বর কোর্সটি শুরু হয়।