সুবিধা বঞ্চিত শিশুদের সাথে আইপজিটিভের ঈদ আনন্দ বিনিময়

সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ঈদের আনন্দ বিনিময় উপলক্ষে পুরো একদিন সময় কাটিয়েছে ঠাকুরগাঁও পীরগঞ্জের সমাজকল্যাণমমুখী সংগঠন আইপজিটিভ। সেই উপলক্ষে দিনব্যাপী কর্মসূচীর আয়োজন করে সংগঠনটি। কর্মসূচীর অংশ হিসেবে  আইপজিটিভের উদ্যোগে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে দুপুর১২ টায় শিশুদের সাথে ক্রিকেট সহ বিভিন্ন খেলাধুলা করা হয়।প্রায় ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে নতুন কাপড় বিতরণ করা হয়।

এর সাথে আইপজিটিভ পরিবারের সদস্যদের কুরবানী মাংসের তিনভাগের নিজস্ব ভাগের মাংস দিয়ে তাদের একবেলা খাওয়ানো হয় । এর পর ফানসিটি শিশু পার্কে তাদের সাথে কিছু সময় অতিবাহিত করা হয়।সারাদিন শিশুরা নেচে-গেয়ে, হইহুল্লোর করে আইপজিটিভ এর সদস্যদের সাথে তাদের পুরোটা দিন অতিবাহিত করে।

Post MIddle

তাদের এই উদ্যোগের সাথে একাত্ততা পোষণ করতে উপস্থিত ছিলেন আইপজিটিভের অন্যতম শুভাকাঙ্ক্ষী ইফতেখারুল হক ধ্রুব , পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, ইঞ্জিনিয়ার এনায়েত করিম, ইঞ্জিনিয়ার রেজু, আইপজিটিভের প্রতিষ্ঠাতা শফিক পারভেজ পরাগ প্রমুখ।

আইপজিটিভের সভাপতি  অলিউল ইসলাম অর্নব  বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদের খুশি বিনিময় করতে পেরে আমরা আনন্দিত। তাদের মুখে নতুন কাপড় পাওয়ার হাসি দেখে সত্যিই অনেক ভালো লাগছে। কর্মসূচিটি সাফল্যমণ্ডিত করতে যে সকল সদস্য, স্বেচ্ছাসেবক অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

পছন্দের আরো পোস্ট