কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে টিম বিল্ডিং’র উপর কর্মশালা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) গতকাল ২২ আগস্ট (মঙ্গলবার) ‘টিম বিল্ডিং ফর লোক প্রশাসন ও সরকার পরিচালন’  শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করে।

লোক প্রশাসন বিভাগের উদ্যোগে উক্ত বিভাগের সেমিনার কক্ষে এ কর্মশালার উদ্বোধন করেন সামাজিক অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম। প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসসি এর পরিচালক প্রফেসর ড. রশিদুন্ নবী, আইকিউএসসি’র সহকারী পরিচালক প্রফেসর ড. মোঃ সাহাবউদ্দিন (বাদল), লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান শাহজাদা আহসান হাবীব, সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার মুখার্জি, উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন লোক প্রশাসন বিভাগের সেল্ফ এনহেন্সমেন্ট কমিটির প্রধান সহকারী অধ্যাপক মোঃ আজিজুর রহমান।

Post MIddle

অনুষ্ঠানে লোক প্রশাসন বিভাগের শেল্ফ এনহেন্সমেন্ট কমিটির সদস্য সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার মুখার্জি তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের মানসিক বিকাশে শিক্ষাদান পদ্ধতির উন্নয়ন ঘটানোর জন্য শিক্ষকদের প্রতি দৃষ্টিপাত করেন।

কর্মশালায় লোকপ্রশাসন ও সরকার পরিচালন বিদ্যা বিভাগের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন । 

পছন্দের আরো পোস্ট