শুরু থেকেই শুন্য বেরোবির প্রো-ভিসি পদ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রতিষ্ঠার নয় বছরে তিনজনকে উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হলেও প্রো-ভিসি পদে এখন পর্যন্ত কাউকে নিয়োগ দেয়া হয়নি। বরাবরেই গুরুত্বপূর্ণ এই পদটি শূন্য থেকেছে। বিগত তিন উপাচার্যের কেউই প্রো-ভিসি পদে নিয়োগের কোন উদ্যোগও নেয়নি। ফলে উপাচার্যের সাময়িক অনুপস্থিতিতে বারবার স্থবির হয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়টি।

গত ৫ মে রাত বরাটার পর চার বছরের নির্ধারিত মেয়াদ শেষে ক্যাম্পাস থেকে প্রস্থান করেন সদ্য সাবেক উপাচার্য ড. একে এম নুর-উন-নবী। তার প্রস্থানের পরই প্রো-ভিসি পদে নিয়োগের বিষয়টি বেশ আলোচনায় আসে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা প্রো-ভিসি পদে নিয়োগের জন্য জোরালো দাবিও জানাচ্ছেন।

Post MIddle

প্রো-ভিসি নিয়োগ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষকতা করে আসা একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষক ও সাবেক প্রক্টর শাহীনুর রহমান বলেন, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রো-ভিসির পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যকে বিভিন্ন কাজে ঢাকায় থাকতে হয়। এসময় একজন প্রো-ভিসি থাকলে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কোন শুন্যতা থাকেনা। আর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত কোন প্রো-ভিসি নিয়োগ দেয়া হয়নি। ফলে উপাচার্যের অনুপস্থিতি বারবার স্থবিরতা সৃষ্টি করেছে।

ব্যক্তিগতভাবে প্রো-ভিসি নিয়োগের জোর দাবি রেখে সাবেক প্রক্টর শাহীনুর রহমান আরও বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত কোন বিধি-প্রবিধি-সংবিধি তৈরি হয়নি। উপাচার্য ক্যাম্পাসের বাইরে গেলেই অভিভাবকহীন হয়ে পড়ে ক্যাম্পাস। তাই সুষ্ঠুভাবে ক্যাম্পাস পরিচালনায় প্রো-ভিসি বিকল্প নেই। অতিদ্রুত এই পদটিতে নিয়োগ দেয়া জরুরি।

বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নের শিক্ষক ও শিক্ষক সমিতির সভাপতি ড. তুহিন ওয়াদুদ বলেন, বিশ্ববিদ্যালয় এখন উপাচার্য শূন্য। যিনি উপাচার্য হিসেবে আসবেন প্রো-ভিসি নিয়োগে তাকে জোড় পদক্ষেপ নিতে হবে।

পছন্দের আরো পোস্ট