যেখানে হচ্ছে কুয়েটের হাই-টেক পার্ক
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) প্রস্তাবিত হাই-টেক পার্কের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আইসিটি ডিভিশনের যুগ্ম সচিব মোঃ বিল্লাল হোসেন। আজ (২৯ মার্চ) বুধবার সকাল ১১ টায় কুয়েট ভাইস-চ্যান্সেলর এর কার্যালয়ে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর এর সাথে বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরস্থ হাই-টেক পার্কের নির্ধারিত স্থান পরিদর্শন করেন আইসিটি ডিভিশনের যুগ্ম সচিব মোঃ বিল্লাল হোসেন।
এসময় তিনি কুয়েটে প্রস্তাবিত হাই-টেক পার্কের জন্য নির্ধারিত স্থানের বর্তমান চিত্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ মাহবুব আলম, ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আব্দুর রফিক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জি এম শহিদুল আলম, পরিচালক (আইআইসিটি) প্রফেসর ড. বাসুদেব চন্দ্র ঘোষ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশীদ প্রমূখ।