ইয়ূথ এগেইনস্ট হাঙ্গার এর ১৪তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

“ক্ষুধার কাছে পরাজয় নয়, ক্ষুধাকে পরাজয় করার শক্তি দাও” এই প্রতিপাদ্য নিয়েই শুরু হয় ইয়ুথ এগেইনেস্ট হাঙ্গার এর পথ চলা। যোগ্য যুব নের্তৃত্ব গড়ে তোলার মাধ্যমে ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দরিদ্র্য মুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তোলাই এ সংগঠনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। যোগ্য নের্তৃত্ব গড়ে তোলার লক্ষ্য নিয়েই গত ২৪ মার্চ ২০১৭, ড্যাফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আডিটরিয়ামে ইয়ুথ এগেইনেস্ট হাঙ্গার এর ১৪ তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন টি সকাল ৯:০০ থেকে বিকাল ৬:০০ পর্যন্ত চলতে থাকে। সম্মেলনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০ জন তরুন – তরুণী অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন, আকিকো মেরা, কর্মসূচি বাস্তবায়নকারী হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড জাপান, আতাউর রহমান মিটন, পরিচালক, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড বাংলাদেশ, আঞ্জুমান আক্তার, কর্মসূচি বাস্তবায়নকারী, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড বাংলাদেশ, প্রফেসর ডঃ বেলাল হোসেন, বিভাগীয় প্রধান, ফুড এন্ড নিউট্রিশন ইঞ্জিনিয়ারিং, ড্যাফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মোঃ রিয়াদুজ্জামান, বিভাগীয় প্রধান, আইন বিভাগ, ড্যাফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আব্দুল্লাহ আল কাইয়ুম কাফি, সভাপতি, ইয়ূথ এগেইনস্ট হাঙ্গার বাংলাদেশ, গাজী আনিকা আসলাম, সমন্বয়কারী, ইয়ূথ এগেইনস্ট হাঙ্গার বাংলাদেশ।

Post MIddle

ইয়ূথ এগেইনস্ট হাঙ্গারউপস্থিত অথিতিরা বিভিন্ন সেশনের মাধ্যমে যুব সমাজের আত্মশক্তির বিকাশ, খাদ্য অধিকার ও নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধি, বেকারত্ব অবসান তথা কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক কর্মসূচি গ্রহন নিয়ে আলোকপাত করেন। নের্তৃত্ব শুধু মাত্র একজনের কাছে নয়, নের্তৃত্বের পালাবদল জরুরি। সম্মেলনের দিন শেষে ইয়ূথ এগেইনস্ট হাঙ্গার বাংলাদেশ এর জাতীয় কমিটি গঠন করা হয়। সংগঠনটির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল কায়্যুম কাফি নতুন কমিটি (২০১৭-২০১৮) ঘোষণা করে।

নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ড্যাফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বেণজীর আহমেদ, সহ-সভাপতি ঢাকা কলেজের মোঃ শিফাত হোসেন, সাধারণ সম্পাদক আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মোঃ সাজ্জাদ হোসেন এবং সহ-সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিশাত রায়হান অমনি। সদ্য বিদায়ী সদস্যদের সম্মাননা প্রদান এবং গতবছরের সেরা স্বেচ্ছাসেবকদের পুরস্কিত করার মাধ্যমে সম্মলনের সমাপ্তি ঘটে।

ইয়ূথ এগেইনস্ট হাঙ্গার

পছন্দের আরো পোস্ট