ঢাবি উপাচার্যের সাথে ভারতীয় গবেষকের সাক্ষাৎ

ভারতের পার্টিসিপেটরি রিসার্চ ইন এশিয়া (পিআরআইএ)-এর প্রোগ্রাম ম্যানেজার মিজ নন্দিতা প্রধান ভাট আজ ২২ মার্চ ২০১৭ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সাথে তাঁর অফিসে সাক্ষাৎ করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান উপস্থিত ছিলেন।

Post MIddle

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট প্রণীত ‘যৌন নিপীড়ন বিরোধী নীতি’ বিষয়ক প্রস্তাবনা নিয়ে মতবিনিময় করেন। তাঁরা একে অপরকে নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষা ও গবেষণা কার্যক্রম অবহিত করেন।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিকে ধন্যবাদ জানান।

পছন্দের আরো পোস্ট