কুয়েটের পদার্থ বিজ্ঞান বিভাগে ওয়ার্কশপ অনুষ্ঠিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পদার্থ বিজ্ঞান বিভাগে “ওয়ার্কশপ ২ ঃ শেয়ারিং দি সার্ভে রেজাল্টস” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ সোমবার পদার্থ বিজ্ঞান বিভাগের সেল্ফ এ্যাসেসমেন্ট কমিটির আয়োজনে ওয়ার্কশপটি বিশ্ববিদ্যালয়ের ডিস্টান্স লারনিং থিয়েটারে অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০ টায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

Post MIddle

বিশেষ অতিথি ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ মাহবুব আলম ও আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন এবং স্বাগত বক্তৃতা করেন পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদার্থ বিজ্ঞান বিভাগের সেল্ফ এ্যাসেসমেন্ট কমিটির চেয়ারম্যান ও বিভাগীয় প্রধান প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার। উদ্বোধনী অনুষ্ঠান শেষে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন প্রফেসর ড. মোঃ মাহবুব আলম। ওয়ার্কশপে পদার্থ বিজ্ঞান বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট