ঢাবি ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে কর্মশালার সমাপণী

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের উদ্যোগে “Principles and Strategies of Neuropsychological Rehabilitation” শীর্ষক সপ্তাহব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার সমাপণী অনুষ্ঠান আজ (৫ মার্চ ২০১৭) রবিবার বিভাগীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Post MIddle

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. এম মাহমুদুর রহমানের সভাপতিত্বে সমাপণী অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও নিউরোসায়েন্স রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ড. মো. খলিলুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বিভাগের ভিজিটিং প্রফেসর ইংল্যান্ডের ডেভিড কুইন।

Clinical Psychology

পছন্দের আরো পোস্ট