সেরাজেম মেরিট স্কলারশিপ এ্যাওয়ার্ড পেলেন ঢাবির ১১ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের ১১জন মেধাবী শিক্ষার্থী ‘সেরাজেম মেরিট স্কলারশিপ এ্যাওয়ার্ড’ লাভ করেছেন। এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা আজ (২৩ ফেব্রুয়ারি ২০১৭) বৃহস্পতিবার উপাচার্য লাউঞ্জে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি তাদের অভিনন্দন জানান।

এসময় সেরাজেম বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কেওন কি সুন, বাণিজ্যিক পরিচালক জি ইয়ং কেওন, ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আখতার হোসেন, অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম, অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা ওসমান, অধ্যাপক ড. সৈয়দা লাসনা কবীর, সহযোগী অধ্যাপক ড. সাদিক হাসান, প্রভাষক আরিফুর রহমান ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Post MIddle

Scholarshipএর আগে, আজ ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার লোক প্রশাসন বিভাগের শ্রেণি কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ কৃতী শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

উল্লেখ্য, সেরাজেম হলো দক্ষিণ কোরিয়ার একটি শীর্ষ স্থানীয় মেডিকেল ডিভাইস কোম্পানি।

পছন্দের আরো পোস্ট