বেরোবিতে চারদিন ব্যাপী বইমেলা শুরু

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গুনগুন ও রণনের আয়োজনে চারদিন ব্যাপী বইমেলা শুরু হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক চত্তরে মেলার উদ্বোধন করেন প্রখ্যাত কথাসাহিত্যিক হায়দার বসুনিয়া।

এ সময় আয়োজক সংগঠন রণন এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. তুহিন ওয়াদুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
চারদিন ব্যাপী এ মেলায় দেশের খ্যাতিমান প্রকাশনা ও গবেষণা প্রতিষ্ঠানসহ বিশ্ববিদ্যালয়ের এবং রংপুরের বিভিন্ন সংগঠনকে ১৭টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।সবার জন্য উন্মুক্ত এই বইমেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। এছাড়া প্রতিদিন বিকেলে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন লেখকদের বইয়ের মোড়ক উন্মোচন।

Post MIddle

আয়োজক সংগঠন গুনগুনের সভাপতি একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক উমর ফারুক বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বইয়ের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়তেই বই মেলার এ আয়োজন। মেলায় তরুণদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বইয়ের প্রতি তাদের ভালোবাসার প্রকাশ ঘটেছে।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট