সিইউবিতে ‘এন্ট্রাপ্রেনারশিপ এ্যান্ড ইনোভেশন’ কর্মশালা অনুষ্ঠিত

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ ‘এন্ট্রাপ্রেনারশিপ এ্যান্ড ইনোভেশন’ শীর্ষক ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) ইউনিভার্সিটি অডিটোরিয়ামে এ ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইনভেসমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)-এর এক্সিকিউটিভ চেয়ারম্যান জনাব কাজী এম. আমিনুল ইসলাম। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব চৌধুরী নাফিজ শারাফাত ওয়ার্কসপে সমাপনী বক্তব্য দেন এবং ওয়ার্কসপের উদ্বোধন করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. উইলিয়াম এইচ. ড্যারেঞ্জার। এ সেমিনারের স্ট্র্যাটেজিক পার্টনার ছিল ‘চাকরি ডট কম’।

প্রধান অতিথি জনাব কাজী এম. আমিনুল ইসলাম কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘বাংলাদেশে শিক্ষিত বেকারের সংখ্যা বেশি; ফলে খুব সহজেই এই শিক্ষিত বেকার যুবসমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা সম্ভব। উদ্যোক্তা হওয়ার বিষয়টি জন্মগত নয় এটি জ্ঞান অর্জনগত বিষয় এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এই জ্ঞান অর্জনগত বিষয়টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।’

Post MIddle

ওয়ার্কসপে সম্মানিত অতিথি ছিলেন, ইউজিসি’র সাবেক চেয়ারম্যান প্রফেসর এ্যামেরিটাস ড. এ. কে. আজাদ চেীধুরী ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর প্রফেসর ড. আতিউর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জেমস গোমেজ ও ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের প্রধান উপদেষ্টা প্রফেসর এম. এ. আরাফাত।

ওয়ার্কসপে এন্ট্রাপ্রেনার বা উদ্যোক্তা হওয়ার জন্য প্রয়োজনীয় বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। এই সাথে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বিশেষজ্ঞবৃন্দ উদ্যোক্তা বিষয়ক ব্যাবহারিক ও অভিজ্ঞতা তুলে ধরেন।##

পছন্দের আরো পোস্ট