আগামীকাল মাভাবিপ্রবির ভর্তি পরীক্ষা

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে।এ বছর বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিটের ১৫টি বিভাগে ৭’শ ৯৫ টি আসনের জন্য মোট ৬৬ হাজার ৭’শ ৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে।

Post MIddle

সকাল সাড়ে ৯টায় এ ইউনিট এবং দুপুর আড়াইটায় বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে ভর্তি পরীক্ষার আসন বিন্যাস। ভর্তি পরীক্ষার সময়  সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ও ২ কপি প্রবেশপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে ছবি সত্যায়িত করা লাগবে না। প্রবেশপত্রের জন্য www.mbstu.ac.bd  ওয়েব সাইটে গিয়ে প্রবেশপত্র প্রিন্ট করা যাবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। পরীক্ষা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য ক্যাম্পাস সিসি ক্যামারার আওতায় আনা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষার্থে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তেরি করা হবে।

পছন্দের আরো পোস্ট