অনুর্ধ ১৪ জাতীয় মহিলা ফুটবলে সাতক্ষীরা চ্যাম্পিয়ন

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে জে.এফ.এ অনূঃ ১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০১৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী জেলা প্রশাসক পত্নী মিসেস সেলিনা আফরোজ। এসময় তিনি বলেন, ‘পড়াশুনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মেধা ও মনকে বিকশিত করে। বর্তমান সময়ে নারীরাও ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলা ধুলায় সাফল্য অর্জন করে চলেছে। খেলাধুলার মাধ্যমে নারীদের স্পৃহা ও মনোবল বৃদ্ধি পাবে। সাতক্ষীরা জেলা ক্রীড়াঙ্গণে যে সুনাম অর্জন করেছে তা আগামী দিনেও ধরে রাখার আহবান জানান তিনি।’

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, খুলনা বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনসুর আজাদ, খুলনা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এড. সাইফুল ইসলাম, পুলিশ সুপার পত্নী মেহের নিগার আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রঞ্জনা মন্ডল, সহকারী কমিশনার বিবি খাদিজা প্রমুখ।

Post MIddle

জে.এফ.এ অনূঃ ১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০১৬ এর ফাইনাল খেলায় খুলনা জেলা মহিলা ফুটবল দলকে ৪-০ গোলে হারিয়ে সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল দল জয় লাভ করে।

খেলায় সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল দলের ১০ নং জার্সি পরিহীত খেলোয়াড় পারভিন সুলতানা ৩টি গোল, একই দলের ১১ নং জার্সি পরিহীত খেলোয়াড় সারাবান ১ টি গোল করে।

এসময় আরো উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি, ট্রেজারার শেখ মাসুদ আলী, নির্বাহী সদস্য ফারহা দিবা খান সাথিসহ অসংখ্য ক্রীড়ামোদি দর্শক।

পছন্দের আরো পোস্ট