স্টামফোর্ড ভলান্টিয়ারস ক্লাবের বিশ্ব শিশু দিবস পালন

unnamedস্টামর্ফোড ইউনির্ভাসিটি ভলান্টিয়ারস ক্লাবের আয়োজনে বিশ্ব শিশু দিবস ২০১৬ পালিত হয়েছে। “আমরাই পারি শিশুকে রক্ষা করতে” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে দিবসটি পালস করে SUVs এর সদস্যরা।

বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাস থেকে সকাল ৮ টায় এই র‌্যালী শুরু হয়ে ভিকারুন্নেসা স্কুল, রমনা থানা ও বেইলি রোড হয়ে আবার র‌্যালিটি সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে এসে শেষ হয়।

র‌্যালীতে ক্লাবের কনভেনর ও বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মৃত্যুন্জয় আচার্য্যের নেতৃত্বে ক্লাবের প্রায় আঁশিজন ভলান্টিয়ারস র্যালিতে অংশ নেন।এসময় আরো উপস্থিত ছিলেন মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক কমল কান্তি, ক্লাবের কো-অর্ডিনেটর ফয়সাল আমিন, কো-কোঅর্ডিনেটর জায়েদ মাহমুদ শুভ।

Post MIddle

বিশেষ দিনে স্ট্যামর্ফোড ইউনির্ভাসিটি ভলেন্টিয়ারস (SUVs) এর সকল সদস্য ( ছাত্র-ছাত্রীরা) শিশুদের প্রতি সচেতন মূলক বিভিন্ন লিফলেট বিতরণ করে।

আয়োজনের সফল সমাপ্তি শেষে ক্লাবের কনভেনর মৃত্যুন্জয় আচার্য্য বলেন, ” শিশুদেরকে ভালোবাসার মাধ্যমে পৃথিবীটাকে সুন্দর করা যায়। স্টামফোর্ড ভলান্টিয়ারস ক্লাব সবসময়ের মত ভালো কাজের মধ্যে থাকে এবং ভবিষৎতেও আরো মানবসেবী কাজ করবে।”

unnamed-5

পছন্দের আরো পোস্ট