রায়হান মুশফিকের কবিতা ‘প্যাডেল’

raihanরিকশার তিন চাকা চলছে…
মিরপুর দশ
এগারো
সাড়ে এগারো….
আরো বেশি দুরে।
চাকার দ্বিগুণে চলে প্যাডেল,
সাথে সলিমের পা।
পরণের লুঙ্গিটা নোনা ধরে গেছে;
ঘামে ভেজে প্রতিদিন-
একবার
পাঁচবার
দশবার
ততোধিক…
শুকায় আবার।
রোদে পুড়ে কালো হয়ে গেছে শরীর;
তেলের মত ঘাম ঝরে
দুপুরের রোদে।
ঘাম বেয়ে লুঙ্গিটা
তারপর পা বেয়ে প্যাডেল
তারপর ফোঁটায় ফোঁটায় পিচ ঢালা পথ ভেজে।
৭১ এর মুক্তিযোদ্ধা সে
সীকৃতি মেলেনি, বয়স এখন ষাটের কোটায়।
যুদ্ধ করে স্বাধীন করেছে দেশ!
দেশ তাঁকে খাওয়ায় না;
বাঁচিয়ে রেখেছে তাঁকে রিকশার প্যাডেল।
জগতে বিনামুল্যে দুপুরের খাবার বলে কিছু নেই-
পাঁচ টাকার নানরুটি বা ফুটপাত হোটেলের একপ্লেট ডালভাত!
ব্যাস, তারপর রিকশাতেই একটু জিড়েন।
আবার চলতে থাকে রিকশার তিন চাকা
এবার অন্যকোন রুটে…
আবারও ভিজে ওঠে লুঙ্গিটা;
চাকার দ্বিগুনে চলে প্যাডেল
সাথে সলিমের পা।

Post MIddle

রায়হান মুশফিক,শিক্ষার্থী,সরকারি বি এল কলেজ, খুলনা।

পছন্দের আরো পোস্ট