জাবিতে ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত ‘Pedagogy and Metacognitive Tools and Techniques’ শীর্ষক ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, প্রশিক্ষণ অগ্রসর হওয়ার ক্ষেত্রে বিশেষ সহায়ক হয়। একাডেমিক মান উন্নয়নে আইকিউএসি বিশেষ সহায়ক ভূমিকা পালন করছে।

Post MIddle

উপাচার্য তাঁর ভাষণে আরো বলেন, শিক্ষকমাত্রই শেখার ইচ্ছে থাকতে হবে। শেখার ইচ্ছাই শিক্ষককে জাগ্রত করে রাখে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের। সভাপতিত্ব করেন আইকিউএসির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার।

অনুষ্ঠানে টেকনিক্যাল সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান ও অধ্যাপক ড. মাহবুব আহসান খান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় শিক্ষকগণ অংশগ্রহণ করেন।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট