চুয়েটে উচ্চ শিক্ষা ও গবেষণা বিষয়ক সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কমিটি ফর হাইয়ার স্টাডিজ এন্ড রিসার্চ ( সিএইচএসআর) এর ২১ তম সভা রবিবার (২৩ অক্টোবর) বিকেলে প্রশাসনিক ভবনের প্রধান কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। সভায় উচ্চ শিক্ষা ও গবেষণার বিবিধ গুরুত্বপূর্ণ আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয়।

Post MIddle

সভায় কমিটির সদস্যগণের মধ্যে উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মো: মোস্তফা কামাল, ইনস্টিটিউট অব আর্থকোয়াক ইঞ্জিনিয়ারিং রিসার্চ এর পরিচালক এবং পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মো: আব্দুর রহমান ভূইয়া, তড়িৎ ও ইলেক: কৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, স্থাপত্য বিভাগের প্রধান জনাব নাজমুল লাতিফ সোহায়েল, নগর ও অঞ্চল বিভাগের প্রধান অধ্যাপক ড. মো: মইনুল ইসলাম, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মো: জামাল উদ্দিন আহমেদ, ডিজেস্টার এন্ড এনভায়রণমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান জনাব সুলতান মোহাম্মদ ফারুক, ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির,সিভিল এন্ড ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মো: রিয়াজ আক্তার মল্লিক, গণিত বিভাগের প্রধানের পক্ষে অধ্যাপক ড. মো: ইয়াকুব আলী, রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক এ.এইচ রাশেদুল হোসেন, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, মানবিক বিভাগের প্রধান ড. মো: কামরুল হাছান, চুয়েটের প্রাক্তন ভাইস চ্যান্সেলর অধ্যাপক প্রকৌশলী মুহাম্মদ মোজাম্মেল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিদ্যা, ইলেকট্রনিক্স এন্ড ককমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: রেজাউল হক খান এবং গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক, সিএইচএসআর-এর সদস্য সচিব অধ্যাপক ড. মো: সাইফুল ইসলাম। ##

পছন্দের আরো পোস্ট