ইউনিভার্সিটি মালয়াতে ৯ বাংলাদেশী শিক্ষার্থীর ডক্টরেট ডিগ্রি

3ae0c09ea0cdc1c4d496637a35c7fb4c-pic-3-1মালয়েশিয়ার সরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি মালয়াতে ২০১৬ সালের সমাবর্তন অনুষ্ঠানে ৯ জন বাংলাদেশি শিক্ষার্থীকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে। ১৫ অক্টোবর শনিবার সমাবর্তনের প্রথম দিনে ৯ জন বাংলাদেশিসহ ৫০৪ জন শিক্ষার্থীকে সম্মাননাসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কয়েকটি রাজ্যের সুলতান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Post MIddle

বিভিন্ন বিষয়ে গবেষণার জন্য ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে বাংলাদেশের মুহাম্মদ মেহেদি মাসুদ, ফেরদৌস আহমেদ, নাঈমা শারমিন, ফারুক আবদুল্লাহ, মোহাম্মদ জিয়াউল করিম, ইসমাইল হোসেন, মশিউর রহমান, নাজমুস সাকিব ও নার্গিস আক্তারকে। এর মধ্যে ড. মেহেদি হাসানকে ইতিমধ্যে সরকারি এই বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গবেষণায় বিশেষ অবদানের জন্য মেহেদি মাসুদ মালয়া বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪ ও ২০১৫ সালে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড গ্রহণ করেন। ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নে জন্ম মেহেদি মাসুদের। স্কুলশিক্ষক বাবা হাফিজুর রহমান ও মা শামছুন্নাহারের তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে তিনি সবার বড়।

এশিয়ার অন্যতম এই শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় থেকে সম্মাননা অর্জনের পর এক প্রতিক্রিয়ায় মেহেদি মাসুদ দেশ ও জাতি মঙ্গলের জন্য যাতে কাজ করতে পারেন সে জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

পছন্দের আরো পোস্ট