নিউইয়র্কের স্পেসালাইজড হাই স্কুলে ভর্তি পরীক্ষা শুরু

10418333_947295495306997_2794496503466635752_nনিউইয়র্ক সিটির স্পেসালাইজড হাই স্কুলগুলোয় ভর্তি পরীক্ষা শুরু আজ (২২শে অক্টোবর) শনিবার থেকে শুরু হচ্ছে। নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশন এর অধীনে আটটি স্পেসালাইজড স্কুলের জন্যে এই ভর্তিযুদ্ধ। এখানে নাইন, টেন, ইলেভেন, টুয়াল্‌ভ এই চার ক্লাস মিলে হাইস্কুল। গতবছর অষ্টম শ্রেণীর ২৯,০০০ ছাত্রছাত্রী এই ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। প্রাপ্ত নাম্বারের ভিক্তিতে স্কুলগুলো ছাত্রছাত্রীদের সীমিত আসনে সুযোগ দিয়ে থাকে।
আটশ নাম্বারের এই পরীক্ষায় Stuyvesant স্কুলে সুযোগ পেতে হলে কমপক্ষে ৫৬২ নাম্বার পেতে হবে। তেমনি Bronx Science এ সুযোগ পেতে কমপক্ষে ৫১২, Staten Island ৫০৩, Lehman College ৫০১, York College ৫০০, HS for Math, Science and Engineering ৪৯৮, Brooklyn Technical ৪৮৩, Brooklyn Latin ৪৭১।
তথ্য সংগ্রহের ভাল সুযোগ থাকে “স্কুল ওপেন হাউজ” এ। গতকাল ছিল ব্রনক্স সাইয়েন্স স্কুলের open hause. অবিভাবক এবং ছাত্রছাত্রীদের জন্যে ছিল স্কুলটি উন্মুক্ত। ঘুরে দেখবার জন্যে, তথ্য জানবার জন্যে স্টাফ, ছাত্র এবং অবিভাবকের খোলামেলা আলোচনার সুযোগের দিন।
Post MIddle
উল্লেখ্য,এপর্যন্ত এ স্কুলের আটজন গ্রাজুয়েটস নোবেল পুরষ্কার পেয়েছেন। সাতজন ফিজিক্স এ, আর একজন কেমেস্‌ট্রিতে। Pulitzer পুরস্কার পেয়েছেন ছয়জন গ্রাজুয়েটস। আমেরিকায় দ্বিতীয় কোন Secondary স্কুল নেই যেখানকার এতজন গ্রাজুয়েটস এইসব সন্মানিত পুরষ্কারে ভূষিত হয়েছেন।
11350656_10155596613270051_2003765442552165508_n
পছন্দের আরো পোস্ট