থাইল্যান্ডে স্কলারশীপসহ পোস্টগ্রাজুয়েট

থাই্ল্যান্ডে স্কলারশীপসহ পোস্টগ্রাজুয়েট পড়ার জন্য আগ্রহী শিক্ষার্থীদের থেকে আবেদন আহবান করা হয়েছে। দেশটির অন্যতম শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কুলাভর্ণ গ্রাজুয়েট ইন্সটিটিউটে (The Chulabhorn Graduate Institute) বিভিন্ন বিষয়ে পড়ার জন্য ১০ জন বাংলাদেশী শিক্ষার্থীকে এ স্কলারশীপ দেয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠান পরিচিতি: কুলাভর্ন গ্রাজুয়েট ইন্সটিটিউট থাইল্যান্ডের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যা ২০০৫ সালে প্রিন্সেস কুলাভর্ন মাহিদল এর ৪৮ তম জন্মদিন উপলক্ষে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রিন্স কুলাভর্ন মাহিদল থাইল্যান্ডের একজন বিখ্যাত বিজ্ঞানী। বিজ্ঞানে মেধার স্বীকৃতি স্বরূপ তিনি আন্তর্জাতিকভাবে বিভিন্ন পুরস্কার লাভ করেছেন। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণাকে আরো ছড়িয়ে দেয়ার জন্যে তিনি এ ইন্সটিটিউট প্রতিষ্ঠা করেন। বর্তমানে ইন্সটিটিউটটি গবেষণার জন্য বিশ্বব্যাপী সমাদৃত।

যোগ্যতা:

  • অনুর্ধ্ব ৩০ বছর বয়সী শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
  • ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ন্যুনতম ৩.০০ থাকতে হবে।
  • বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে কেমিস্ট্রি, বায়োলেজি, বায়োলজিকাল সায়েন্স, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, জেনেটিকস, মাইক্রোবায়োলজি, মলিকুলার বায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ থেকে ব্যাচেলর ডিগ্রিধারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। আর মেডিকেল সায়েন্স এর ক্ষেত্রে মেডিসিন, মেডিকেল টেকনোলজী, নার্সিং ও ফার্মেসী বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
  • কমপক্ষে ১ বছর সায়েন্টিফিক ল্যাব রিসার্চের অভিজ্ঞতা।
  • আইএলটিএস অথবা টোফেল এ ন্যুনতম স্কোর অর্জন করতে হবে।
Post MIddle

বিষয়: এনভায়রনমেন্টাল হেলথ, এনভায়রনমেন্টাল টেক্সিকোলজি, কেমিক্যাল বায়োলজি।

স্কলারশীপ:

  • রাউন্ড ট্রিপ এয়ার-টিকেট
  • টিউশন ও অন্যান্য একাডেমিক ফি
  • আবাসন
  • মাসিক ভাতা
  • স্বাস্থ্য ভাতা
  • অভ্যন্তরীন যাতায়াত ভাতা

 

আবেদন করতে ও স্কলারশীপ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য এখানে  ক্লিক করুন।##

 

পছন্দের আরো পোস্ট