কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন তিন বিভাগ

kobi najrul universityজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন নতুন তিনটি বিভাগ চালু হচ্ছে।

Post MIddle

বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) এস.এম. হাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে নতুন তিনটি বিভাগ চালুন হচ্ছে বিভাগগুলো হচ্ছেঃ ১। পপুলেশন সায়েন্স, ২। নৃ-বিজ্ঞান, ৩। স্থানীয় সরকার এবং নগর উন্নয়ন বিভাগ।

বিশ্ববিদ্যালয়ের ৪টি অনুষদে ১৯টি বিভাগে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ৫টি ইউনিটে ভর্তি পরীক্ষা আগামী ২৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগামী ১ অক্টোবর হতে ১২ নভেম্বর পর্যন্ত ভর্তি আবেদন শুরু হবে।

ভর্তি পরীক্ষার অন্যান্য তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jkkniu.edu.bd) থেকে জানা যাবে।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট