ইবিতে ছাত্রলীগের আনন্দ র‌্যালী

bcl.1ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আনন্দ র‌্যালী করেছে শাখা ছাত্রলীগ। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ‘আইসিটি ফর ডেভেলপমেন্ট এ্যাওয়ার্ড’ অর্জন করায় এ আনন্দ র‌্যালি করা হয়।

বুধবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে বর্নাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালীটি ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।

এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা বাদ্য-বাজনা বাঁজিয়ে আনন্দ উল্লাস করে। এতে উপস্থিত ছিলেন ইবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমিত কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক জামিলুর রেজা সেলিম, আনিচুর রহমান আনিছ, আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবু, তৌকির মাহফুজ মাসুদ, নোমান রবিন, প্রচার সম্পাদক ফাহিমুর রহমান সেতু, ধর্ম বিষয়ক সম্পাদক ফিরোজ আল মামুন, পলাশ, সাদ্দাম হল শাখার সভাপতি নাইমুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর, সুজয় বিশ্বাস, বিল্লাল হোসেন, হাফিজুর রহমান হাফিজ প্রমূখ।

পছন্দের আরো পোস্ট