বশেমুরবিপ্রবিতে গোপালগঞ্জ ডিসিকে বিদায়ী সংবর্ধনা

bsmrstuগোপালগঞ্জস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে গোপালগঞ্জের সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান কে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

Post MIddle

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন। এছাড়া অনুষ্ঠানে অনান্যদের মাঝে বক্তব্য পেশ করেন গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ পৌরসভার মেয়র মোঃ লিয়াকত আলী, বশেমুরবিপ্রবি’র বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আব্দুর রহিম খান, জীব বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. আব্দুস সাত্তার, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. শাহজাহান, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ নূরউদ্দিন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক এস.এম গোলাম হায়দার, সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি মোঃ আনিসুর রহমান, কর্মচারী সমিতির সভাপতি মোঃ রবিউল ইসলাম প্রমুখ।

অালোচনায় বক্তারা অত্র বিশ্ববিদ্যালয় পরিচালনায় জেলা প্রশাসকের সহযোগিতার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। অনুষ্ঠানের সভাপতি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান এর হাতে ক্রেস্ট ও মানপত্র তুলে দেন। উল্লেখ্য যে, অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।#

পছন্দের আরো পোস্ট