খুবি এগ্রোটেকনোলজিতে সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন

১১আজ (২৯ আগস্ট ) সোমবার ২ নম্বর একাডেমিক ভবনে গ্রোটেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক সপ্তাহ ২০১৬ এর উদ্বোধন করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোহাম্মদ বশীর আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক এস এম আব্দুল্লাহ আল মামুন।

Post MIddle

ডিসিপ্লিন প্রধান এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন নির্জীব শিক্ষা কখনোই কাম্য নয়, প্রয়োজন সজীব শিক্ষার। তাই লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম প্রয়োজন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ও সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক মোঃ মতিউল ইসলাম। উল্লেখ্য, বিতর্ক, দেশাত্ববোধক গান, কবিতা, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও অভিনয় প্রতিযোগিতায় ডিসিপ্লিনের প্রায় ৫০জন শিক্ষার্থী অংশ গ্রহণ করছেন।

এ সময় প্রফেসর খান গোলাম কুদ্দুস, প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম, প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম, প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান, প্রফেসর মোঃ রেজাউল ইসলাম, প্রফেসর ড. মাহতালাত আহমেদ ও সহযোগী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর হোসেনসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

পছন্দের আরো পোস্ট