ইসলামী বিশ্ববিদ্যালয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। বৃহষ্পতিবার বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-কর্মকর্তা,কর্মচারী ও শিক্ষার্থীরা নানা আয়োজনে এ দিবসটি পালন করেন।

Post MIddle

বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী সহ সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা এ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।

সেখানে পূজা উদ্যাপন কমিটির সভাপতি প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মনের সভাপতিত্বে ও প্রফেসর ড. অরবিন্দ সাহা’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জয়শ্রী সেন প্রমুখ। আলোচনা শেষে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্মানে পূজার্চনা অনুষ্ঠিত হয়।##

পছন্দের আরো পোস্ট