ইবিতে ‘আত্মসমালোচনায় সচেতনতা তৈরীর কৌশল’ শীর্ষক কর্মশালা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘আত্মসমালোচনার জন্য সচেতনতা তৈরীর কৌশল’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এ্যান্ড ইসলামিক স্টাডিস বিভাগের সেলফ এ্যাসেসমেন্ট কমিটি এ কর্মশালার আয়োজন করে।
বেলা সাড়ে ১১টায় অনুষদ ভবনের ৪০১ নম্বর কক্ষে কর্মশালা শুরু হয়। কর্মশালায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইন্সটিটিউট অব কোয়ালিটি এ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. হারুন অর রাশিদ আসকারী (রাশিদ আসকারী)।
কর্মশালায় সভাপতিত্ব করেন দাওয়াহ এ্যান্ড ইসলামিক স্টাডিস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শহিদুল ইসলাম নূরী। এসময় উপস্থিত ছিলেন,ধর্মতত্ব অনুষদের ডীন প্রফেসর ড. আবুল বারাকাত মো. ফারুক, প্রফেসর ড. শহীদ মোহাম্মদ রেজওয়ান, প্রফেসর ড. অলীউল্ল্যাহ, প্রফেসর ড. ইকবাল হোছাইন, প্রফেসর ড. কামরুজ্জামান প্রমূখ।
কর্মশালায় ঝিনাইদহ, কুষ্টিয়া ও যশোরের কয়েকটি কলেজের শিক্ষকরা অংশ গ্রহণ করেন।