সাদার্নে সিনেমেটিক ইংলিশ বিষয়ক কর্মশালা

সাদার্ন ইউনিভার্সিটিতে সিনেমেটিক ইংলিশ বিষয়ক কর্মশালা সম্প্রতি নগরীর সিআরবিতে অনুষ্ঠিত হয়েছে। একাডেমিক কোর্সের অংশ হিসেবে ক্লাস রুমের বাইরে মুক্ত পরিবেশে আনন্দায়ক পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের ইংরেজি ভীতি দূর করে কিভাবে দক্ষতা বাড়ানো যায় এ ব্যাপারে সঠিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে কর্মশালার আয়োজন করা হয়।

Post MIddle

ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সহজভাবে ইংরেজি শেখার বিভিন্ন কৌশল এবং প্রতিযোগিতামূলক বিশ্বে ইংরেজির গুরুত্ব সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন বিভাগের শিক্ষক মোহাম্মদ হাসান।

দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালায় বিবিএ’র ৫০ জন শিক্ষাার্থী অংশগ্রহণ করেন। কর্মশালার পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক মোহাম্মদ হাসান ও গাফ্ফার হোসেন শাহ।

ক্লাসের রুমের বাইরে এ ধরনের চমৎকার একটি কর্মশালার আয়োজন করায় বিভাগের শিক্ষকদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিভাগীয় প্রধান ড. ইসরাত জাহান। তিনি বলেন, আমার বিশ্বাস এ ধরনের কর্মশালা ইংরেজি শিখার প্রতি শিক্ষার্থীদের উৎসাহিত করবে এবং কর্মজীবনে ফলপ্রসূ হবে।#

পছন্দের আরো পোস্ট