![](https://lekhapora24.net/wp-content/uploads/2016/08/14-08-2016_Blood-Donation_Jn-Hall-Allumunai-1-700x430.jpg)
জগন্নাথ হল অ্যালামনাইএর উদ্যোগে রক্তদান কর্মসূচী
জাতীয় শোক দিবস উপলক্ষে “জাতির পিতার রক্তঋণ শোধ হবে না কোনদিন” প্রতিপাদ্যকে সামনে রেখে আজ (১৪ আগস্ট ২০১৬) রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলার পাদদেশে জগন্নাথ হল অ্যালামনাই এসোসিয়েসনের উদ্যোগে এক রক্তদান কর্মসূচী পালন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার।