ঢাবিতে ইতিহাস বিভাগের যৌথ আলোচনা অনুষ্ঠান

DSC_0536ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও ইতিহাস বিভাগের যৌথ উদ্যোগে এবং Friedrich-Ebert-Stiftung (FES)এর সহযোগিতায় আজ (১৪ আগস্ট ২০১৬) রবিবার বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন সেমিনার কক্ষে University of Dhaka: In Search for Excellence: Issues, Policies and Recommendations শীর্ষক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Post MIddle

এতে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ঋঊঝ-এর আবাসিক প্রতিনিধি ফ্রানজিসকা কর্ন। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ এবং ড. ইফতেখার ইকবাল।

পছন্দের আরো পোস্ট