আশা ইউনিভার্সিটিতে সেমিনার

আশা ইউনিভার্সিটি বাংলাদেশ (আশাইউবি)-তে ‘Anti-Drugs Awareness’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। আশা ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ব্যবসায় প্রশাসন অনুষদ এবং বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাবের উদ্যোগে ১৩ আগস্ট  আয়োজিত উক্ত সেমিনারে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান।

জনাব রহমান তাঁর আলোচনায় মাদক দ্রব্য ব্যবহারে বাংলাদেশ-এর বর্তমান পরিস্থিতি এবং মাদবসেবীদের চিকিৎসায় দেশের সার্বিক চিত্র তুলে ধরেন। তিনি মাদকদ্রব্য ব্যবহার প্রতিরোধে ছাত্রছাত্রীদের এগিয়ে আসার আহবান জানান।

ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক ইকবাল আহমদ সেমিনারে সভাপতিত্ব করেন এবং তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। আশাইউবি’র মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মণ এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. আবু দাউদ হাসান সেমিনারে বক্তব্য রাখেন।

সেমিনারে বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।#

পছন্দের আরো পোস্ট