দৌলতপুরে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন

সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব প্রকল্পের আওতায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করেছেন। একই সাথে সারা দেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুরেও শনিবার বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করেন।

Post MIddle

উপজেলা পরিষদ মিলনায়তনে সরাসরি সম্প্রচারিত প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আল মামুন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌফিকুর রহমান ও দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার।

দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দৌলতপুর মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, দৌলতপুর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান চাকলাদার, দৌলতপুর উপজেলার ১৪ ইউনিয়নের চেয়ারম্যান,সাংবাদিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ আমন্ত্রিত সুধীজন। প্রায় ঘন্টা ব্যাপী উদ্বোধন অনুষ্ঠান পরিপূর্ন উপজেলা পরিষদ মিলনায়তনের উপস্থিত সকলে উপভোগ করেন।#

পছন্দের আরো পোস্ট