জাতীয়করণ হয়নি শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়

22শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয়করণ না করার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের দোতালায় হল রূমে আজ এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন ছাত্র ফোরাম চেয়ারম্যান মোঃ খেলাফত হোসেন বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মানবাধিকার প্রতিষ্ঠান সেন্টার ফর হিউম্যান রাইট্স মুভমেন্ট (সিএইচআরএম) নির্বাহী প্রধান এম. মোজাহেদুল ইসলাম মুজাহিদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-মোঃ মাহিদুল ইসলাম, মহাসচিব, শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন ছাত্র ফোরাম, মোঃ আব্দুল গনি শেখ, সহকারী শিক্ষক, শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, কাজী মোঃ আলমগীর হোসেন, কেন্দ্রীয় সভাপতি, কারিগরী ল্যাব সহকারী পরিষদ, প্রাক্তন ছাত্র মোঃ মুরাদ শেখ,মোঃ তারিকুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম রবি, ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রমুখ।

 

Post MIddle

প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেওয়ার পর প্রায় তিন বছর অতিবাহিত হলেও বাগেরহাটের শ্রীফলতলা মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ হয়নি বলে দাবি প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আবদুল মান্নান শেখের। শনিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি জানান তিনি।

তিনি বলেন, ২০১৩ সালের ১৩ নভেম্বর শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি দিয়েছিলেন বিদ্যালয়টিকে জাতীয়করণ করবেন। অথচ জাতীয়করণ হলো পাশের অন্য স্কুল। এ বিষয়ে আমরা সরকারের হস্তক্ষেপ কামনা করছি।

 

পছন্দের আরো পোস্ট